বর্তবান সময়ের অত্যান্ত গুরুত্বপুর্ন টেক বিষয় হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এ আই। সেদিন আর খুব বেশি দূরে নেই যখন ইন্টারনেটের সকল প্রয়োজনই কর্ম সম্পাদন করবে এই আই সম্পুর্ন বট। এরি মাঝে এর রকম অনেক উদাহরন আমরা দেখতে পাচ্ছি। খুব সহজ করে যদি বলি যে, আপনি আপনার বিজনেস এর জন্য ফেসবুকে বিজনেস পেইজ মেইন্টেইন করেন।

প্রতিদিন অনেক অনেক প্রশ্ন আসে ইনবক্সে যার উত্তর দিতে দিতে হাপিয়ে যাচ্ছেন আপনি। যদি এই উত্তর গুলো আপনার হয়ে একটি ফেসবুক মেসেঞ্জার বট যদি সব উত্তর দিয়ে দেয় তাহলে কেমন হয়? নিশ্চয় ভাল। শুধু প্রশ্নের উত্তর না আপনার পেইজের কোন টিউনে যদি কেই কোন মন্তব্য করে তাহলে সেখানেও আপনার হয়ে সেই বট রিপ্লাই দিয়ে দিবে এবং সাথে সাথে তার ইনবক্সে অই রিলেটেড আরো তথ্য পাঠিয়ে দিবে। ধরুন আপনার ইনবক্সে ২০ হাজার মানুষ আছে।

আপনি চান সবাইকে ঈদের শুভেচ্চা পাঠাতে কিম্বা আপনার নতুন প্রডাক্টের তথ্য সকলে ইনবক্সে পাঠাতে, এটার সম্ভব করে দেবে আপনার সেই চাট বট। আপনি চাইলে আপনার ভিজিটরের সাথে চ্যাট বট বাংলায় কথা বলবে।